
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: দশম দফায় বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধের সমর্থনে রাজধানীর ডেমরায় বিএনপির অঙ্গ সংগঠন ডেমরা থানা ছাত্র দলের নেতা-কর্মীরা ঝটিকা মশাল মিছিল করেছে। বৃহস্প্রতিবার রাতে হঠাৎ ডগাইর এলাকায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। টহলরত পুলিশদের ফাঁকি দিয়ে মিছিলটি ডেমরার ডগাইর এলাকার বিভিন্ন অলি-গলি দ্রুত সময়ের মধ্যে প্রদক্ষিন করে সরে পড়েন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রদলের সদস্য সচিব তৌফিকুর রহমান শাওন, দায়িত্ব প্রাপ্ত আহ্বায়ক মহারাজ সাগর, যুগ্ন আহ্বায়ক তরিকুল ইসলাম তারেক, বিএনপি নেতা মাসুদ রানা বাওয়ানী, মাহিব হাসান কাওসার, শহিদুল ইসলাম বাবু, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সদস্য জাহিদ ইরাম মজুমদার, ৬৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব ডেমরা থানা ছাত্রদলের ১ নং সদস্য তানভীর আহমেদ অভি, সদস্য শামীম হোসেন ও ডিএসসিসির ৬৭ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সহ-সভাপতি আবু বক্কর সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা।
ডেমরা থানার ওসি জহিরুল ইসলাম জানান, এ ধরনের কোন খবর আমরা পাই নি। তবে নাশকতা ঠেকাতে সর্বোচ্চ প্রদক্ষেপ গ্রহন করেছেন ডেমরা থানা পুলিশ।
আসাদুজ্জামান নূর
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
তারিখ: ০৭-১২-২০২৩
মোবা: ০১৮১৯-০৩০৭৯৩