
‘পরিবেশ রাখি পরিস্কার, বন্ধ হবে ডেঙ্গুর বিস্তার’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-২ এর উদ্যোগে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্রচার ও মশক নিধনের লক্ষ্যে অঞ্চল ভিত্তিক সেবা কার্যক্রম পরিচালনা করার জন্য স্প্রে মেশিন, লিফলেট ও ডেঙ্গুর লার্ভা নিধন কেমিক্যাল বিতরণ করা হয়। জেলা গভর্নর আহমেদ উজ্জামান এমজেএফ এর আহবানে পূর্বাচল লায়ন্স পরিবার এ কর্মসূচী পালন করা হয়েছে।
জেলা ৩১৫ বি২ এর দ্বিতীয় ভাইস জেলা গভর্নর শাহাদাত হোসেন পিএমজেএফ এসময় বলেন, ডেঙ্গু এখন দেশে মহামারির আকার ধারণ করেছে। তাই এই ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে হলে আমাদের মশার প্রজননস্থর ধ্বংস, ফুলের টব, প্লাষ্টির পাত্র, পরিত্যাক্ত টায়ার, টিনের কৌটা, ডাবের খোসা, ভাঙ্গা হাড়ি পাতিল, বালতি, কন্টেইনারে যেন পানি জমে না থাকে সেই ব্যবস্থা করতে হবে। এয়ার কন্ডিশেন ও রেফ্রিজারেটরের তলায় পানি জমতে দেওয়া যাবে না।
এডিশ মশা শুধু দিনের বেলায় কামড়ায় তাই দিনের বেলা ঘুমাতে হলে মশারি বা মশা নিরোধক ব্যবহার করতে হবে। মশার কামড় এড়াতে হালকা রংয়ের পোশাক পরিধান করতে হবে। যদি কোন ব্যক্তি ডেঙ্গুর জ¦রে আক্রান্ত হয় তাহলে তাকে প্রথমেই চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। প্রচুর পানি, তরল খাবার দেশি মৌসুমী ফলমূল খেতে হবে।
জ¦র কমানোর জন্য শুধু পেরাসিট্যামল খেতে পারেন। তবে চিকিৎসকদের পরামর্শ ব্যতিত কোন অবস্থাতেই ব্যাথা নাশক এন্টিবায়োটিক খাওয়া যাবে না। মশারীর ভিতরে থাকুন,যাতে ডেঙ্গুর হাত থেকে বাঁচতে পারেন, এ আহবান জানান তিনি।