নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ রাজধানীর ডেমরায় দস্যুতার প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার রাতে ডেমরার গলাকাটা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে দু’টি স্টীলের চাকু ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ডেমরার পূর্ব বক্সনগর এলাকার ফয়সালের বাড়ীর ভাড়াটিয়া ঢাকার বংশাল থানার ৩২ নং রোড এলাকার মৃত জুম্মন হোসেনের ছেলে মো. তুষার আহম্মেদ ও একই এলাকার জমজম হোটেল সংলগ্ন ইয়াকুবের বাড়ীর মো. আজিজুর রহমানের ছেলে মো. ইয়াছিন রহমান স্বাধীন।
এ সময় বিশাল নামে তাদের সহযোগী এক সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে গ্রেফতার ওই দুই জনসহ পলাতক বিশালের বিরুদ্ধে ডেমরা থানায় বুধবার রাতেই দস্যুতা সংঘঠনের উদ্যোগ গ্রহন করার অপরাধে মামলা দায়ের করা হয়েছে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে ডেমরা থানা ও আশপাশের এলাকায় দস্যুতা সংঘঠন করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan