রূপগঞ্জে ডাকাতির প্রস্ততি গ্রহনকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার কার হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি রামদা, একটি লোহার ছুরি, একটি চাপাতি, দুটি হেস্কো ব্লেড।
এছাড়াও চারটি মোবাইল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গঙ্গানগর এলাকার মো. রুবেল মিয়া, আলী হোসেন ও শাকিল মিয়া। মঙ্গলবার রাতে গঙ্গানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১১।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য, তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ এবং ঢাকা সহ দেশের বাজার এলাকায় অবস্থিত ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে রুপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan