নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাকচাপায় ফারুক হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার নরসিংদী-মদনপুর আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন উপজেলার নোয়াপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি আড়াইহাজার পৌরসভার ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার ফারুক হোসেন বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে গাড়ি ও সড়কের পাশে গাছের মাঝখানে পড়লে ফারুক হোসেনের সাথে সাথেই মৃত্যু বরণ করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন গাছ কেটে তার মরদেহ উদ্ধার করেন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ওই সড়কে বিক্ষোভ করে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রাখে এবং ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশের এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, আড়াইহাজার উপজেলার নরসিংদী মদনপুর আঞ্চলিক সড়কে মালবাহি ট্রাকের ধাক্কায় এক যুবক নিহতের ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাকের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan