প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৬:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ৮:২৮ অপরাহ্ণ
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই চালকের

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালকের নিহত হয়েছে। বুধবার শিমড়াইল এলাকার রিনালয় সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। এঘটনায় ট্রাক চালক রুবেলকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
নিহতরা হলেন,- শরীয়তপুর জেলার সদর থানার রুদ্রকর এলাকার সুলতান ঢালী ও একই জেলার ফজলু মাদবরের ছেলে সুমন মিয়া। নিহতরা উভয়ে ট্রাক চালক।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানান, শিমরাইলের চট্টগ্রামগামী লেনের রিনালয় সিএনজি পাম্পের সামনে একটি ট্রাক বিকল হয়ে যান। পরে বিকলের গাড়িটি ঠিক করার জন্য গাড়ির চালক ও স্ট্যান্ডের আরেক জন চালক কাজ করছিলো। এসময় দ্রুত গতির আরেকটি ট্রাক এসে থেমে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।
শিমরাইল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আবু নাঈম জানান, দুর্ঘটনার খবরপেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনার চালক রুবেলকে আটক করে ট্রাকটি জব্দ করা হয়। নিহত দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan