
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের এসওরোড এলাকায় জ্বালানি তেলের একটি ট্যাঙ্কলরির ট্যাঙ্কি পরিষ্কার করার সময় অসুস্থ ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড় ভাই আবু সাঈদের (২২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পিতা নাজির মিয়া (৪৫) ও ছোট ভাই ফাহিম (১৩) অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ৮টায় এসও রোডের মেঘনা ডিপো এলাকায়।
পুলিশ ধারণা করছে, ট্যাঙ্কির ভেতরে বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়ে এ ঘটনাটি ঘটেছে। নিহত আবু সাঈদ গোদনাইল এসও এলাকার নাজির মিয়ার ছেলে। সোমবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা।
পুলিশ ও মৃত আবু সাঈদের স্বজনরা জানায়, কিশোর ফাহিম জাহাঙ্গীর মিয়ার মালিকাধীন ট্যাঙ্কলরির ট্যাঙ্কি পরিস্কার করতে ভেতরে নামে। এ সময় সে অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করতে পিতা নাজির মিয়া ও বড় ভাই আবু সাঈদও ট্যাঙ্কিতে নেমে অসুস্থ হয়ে পড়ে। এ সময় পিতা নাজির মিয়া ও ছোট ভাই ফাহিম উঠে আসতে পারলেও বড় ভাই আবু সাঈদ উঠতে পারেনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে আবু সাঈদকে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। অসুস্থ পিতা নাজির মিয়া ও ছোট ভাই ফাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ধারণা করা হচ্ছে ট্যাঙ্কির ভেতরে বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়ে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ##