A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উজান টেক্সটাইল মিল নামে একটি মিলের ঝুটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার গোদনাইল ভুইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে হঠাৎ করে গুদাম থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এরপর এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আদমজী ফায়া সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই জানান, আগুন লাগার সংবাদ পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসে এবং আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। গুদামটিতে প্রচুর পরিমানে ঝুট সংরক্ষণ ছিল।

তদন্তসাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে। এই ঘটনায় কেউ আহত হোন নি বলে জানান তিনি।

 

আগের সংবাদ দেখুনমধ্যরাতে বাসে আগুন
পরের সংবাদ দেখুনঅগ্নিসংযোগের সময় বিএনপির দুই কর্মী আটক