A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ:

রাত পোহালেই বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের (বিসিভিওএ) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের কথা বলে জানাযায়, বিপুল ভোটে জয়ের সম্ভাবনা রয়েছে আলহাজ¦ মোহাম্মদ সোহাগের। তার সাথে ভোটারদের বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে ইতিমধ্যেই।

নির্বাচনকে ঘীরে সদস্যদের কাছে ভোট টাওয়ায় ব্যস্ত সময় পার করেছেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান ও শাহজালাল নেভিগেশন লি: এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ মোহাম্মদ সোহাগ। তিনি এস পি মাহবুব-ইকবাল-নুরুল হক ঐক্য পরিষদের প্যানেলে নির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন। ইতোমধ্যে দেশের যেসকল জেলায় সংগঠনটির সদস্য রয়েছেন সকলের কাছে ভোট প্রার্থনা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ¦ মোহাম্মদ সোহাগ।

ভোটাররা জানান, আলহাজ¦ মোহাম্মদ সোহাগ উদীয়মান তরুণ ব্যবসায়ী হিসেবে ইতিমধ্যেই সারা বাংলাদেশে সুনাম অর্জন করেছেন। তিনি সততা, মেধা ও পরিশ্রম দিয়ে একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। একজন যোগ্য প্রার্থীর যেসকল গুণাবলী থাকার প্রয়োজন সকল গুণের সমন্বয় রয়েছে তার মধ্যে। এজন্য তাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার আহবান জানান সাধারণ ভোটারা।

একাধিক ভোটাররা বলছেন, সবসময় শ্রমিকদের সেবায় নিজেকে বিলিয়ে দেন। শ্রমিকদের দু:খ, বেদনা শোনেন। শ্রমিকদের সেবায় কাজ করেন। তার এই সেক্টরে তার কোন বিকল্প নেই।

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের (বিসিভিওএ) দ্বি-বার্ষিক নির্বাচনে এস পি মাহবুব-ইকবাল-নুরুল হক ঐক্য পরিষদের প্যানেলে নির্বাহী সদস্য পদে মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান ও শাহজালাল নেভিগেশন লি: এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ জানান, মহান আল্লাহ তায়ালার অশেষ দয়ায় নির্বাচনে প্রচারণা কাজ শেষ করেছি। সকল সদস্যরাই আমাকে ব্যক্তিগতভাবে চিনে এবং জানে। আশা করি সবাই তার মূল্যবান ভোট দিয়ে আমাকে ও আমার পরিষদকে বিজয়ী করবেন।

আগের সংবাদ দেখুনশামীম ওসমানের সাথে বিএনপি নেতাদের হট্টগোল
পরের সংবাদ দেখুনসিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকায় হত্যার উদ্দেশ্যে মারধর, থানায় অভিযোগ