
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
সোনারগায়ের সনমান্দী ইউনিয়নে চরভলুয়া গ্রামে অন্যের জায়গা দখল করে জোরপূর্বক রাস্তা নির্মাণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে মো. ফজলুল হক (৬১) সহ তার ৪/৫ জন সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. গোলাম হাফিজ নাসিম অভিযুক্তদের বিরুদ্ধে সোনারগা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ফজলুল হক ঐ এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। তার সহযোগীরাও একই এলাকার বাসিন্দা।
অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, সোনারগাঁ থানাধীন চরভলুয়া মৌজায় আমার ২১০ শতাংশ নাল সম্পত্তি পৈত্রিক ওয়ারিস সূত্রে প্রাপ্ত মালিক হয়ে দীর্ঘ ১১০ বছর যাবত ভোগ দখলে আছি। বিবাদী আমার সম্পত্তির মধ্যে বিবাদীর বাড়িতে যাওয়ার জন্য জোরপূর্বক রাস্তা তৈরি করে দখল করার উদ্দেশ্যে আমাকে ভয়-ভীতি সহ হুমকী দিয়ে আসছে। সোমবার (৬ মার্চ) সকাল আনুমানিক ৯টায় বিবাদী লোকজন নিয়ে আমার সম্পত্তির মধ্যে জোরপূর্বক বেকু দিয়ে মাটি ভরাট করে রাস্তা বানিয়ে সম্পত্তি দখল করার চেষ্টা করে। আমি তাদের বাধা নিষেধ করলে বিবাদীরা আমাকে ও আমার পরিবারের লোকজনদের গালমন্দ করে মারধর করতে উদ্যত্ব হয়ে ভয়-ভীতি সহ প্রাণ নাশের হুমকী প্রদান করে।
বিবাদীরা খারাপ প্রকৃতির লোক, তারা আমার উপরোক্ত সম্পত্তির মধ্যে জোরপূর্বক মাটি কেটে আমার সম্পত্তির মধ্যে রাস্তা বানিয়ে আমার সম্পত্তি দখল করতে পারে এবং আমি তাদের বাধা নিষেধ করলে তারা মারপিট করে দাঙ্গাহাঙ্গামা করে আইন শৃংখলার অবনতি ঘটাতে পারে মর্মে ভীত আশংকায় আছি।