A Top Ads

নারায়নগঞ্জ ক্রাইম নিউজ

সোনারগাঁ উপজেলার পিরোজপুর আষারিয়ার চর এলাকায় আওয়ামীলীগ কার্যালয়ে হামলা ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের ঘটনায় থানা ছাত্রদল নেতা শহিদুল ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করার পর কয়েক মাস কারাবাস করার পর জামিনে বের হয়ে এলাকায় এসে পূর্বের ন্যায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। সম্প্রতি কোবাগা এলাকায় কৃষকদের ফসলি জমিতে বালু ভরাটে বাধা দেওয়ায় শহিদুলের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে কয়েকজন কৃষককে পিটিয়ে আহত করে। এ ঘটনায় এক কৃষক ইয়াসিন মিয়া বাদি হয়ে সোনারগা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের বাসিন্দা আবুল কাসেমের ছেলে শহিদুল ইসলাম, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। এলাকায় জমি দখল, অস্ত্র, মাদক ব্যবসা, সন্ত্রাসী, চাঁদাবাজি করে এলাকায় প্রভাব বিস্তার করে দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠে। এলাকাবাসীরা তার অত্যাচারে অতিষ্ঠ হলেও তার ভয়ে মুখ খুলতে সাহস পায় না।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হোসেন জানান, আওয়ামীলীগের কার্যালয় ভাঙ্গচুর ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙ্গচুরের মামলায় ছাত্রদল নেতা শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছিল।

মামলার বাদি কোবাগা এলাকার কৃষক ইয়াসিন মিয়া জানান, শহিদুল ইসলাম এলাকার একজন চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে জ্বালাও পোড়াও একাধীক মামলা রয়েছে। সম্প্রতি আমাদের ফসলি জমি জোরপূর্বক বালু দিয়ে ভরাট করছে শহিদুল ও তার সহযোগিরা। আমরা প্রতিবাদ করায় আমাদেরকে মারধর করে এলাকা ছেড়ে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ও আতঙ্কে দিন কাটাচ্ছি। এ বিষয় মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে জানতে চাইলে সোনারগা থানার ওসি আহসান উল্লাহ (তদন্ত) জানান, গ্রামবাসির উপর হামলার ঘটনায় শহিদুলকে প্রধান আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তার বিষয়ে খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভির মাহমুদ পাশা জানান, বিএনপি জামায়াতের অন্তরালে নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার সাথে আরো কারা রয়েছে তা নিশ্চিত করে তাদেরকে গ্রেফতার করা হবে। তাকে রিমান্ডে এনে ঘটনার সাথে জড়িতদের চি‎িহ্নত করে গ্রেফতার করা হবে।

আগের সংবাদ দেখুনস্বাস্থ্য কমপ্লেক্সে আলট্রাসনোগ্রাম সেবা উদ্বোধন
পরের সংবাদ দেখুনআশ্রিতা অন্ধ আজগর এখন ঘরের মালিক