
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি আরো বৃদ্ধি করা হয়েছে। ৫ সদস্য থেকে এখন ৩৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন হয়েছে। সোমবার বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কমিটির অনুমোদন দেন। এর আগে গত ২ ফেব্রুয়ারি অধ্যাপক মামুন মাহমুদকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করেন বিএনপি।
৩৩ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটিতে সোনারগাঁওয়ে ৪ বিএনপি নেতা স্থান পেয়েছে। এতে সোনারগাঁওয়ে বিএনপির নেতৃবৃন্দ আনন্দিত। কমিটিতে স্থান পেয়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মো, মোশারফ হোসেন, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার ও সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সেলিম হক রুমি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন এ আহ্বায়ক কমিটিতে সোনারগাঁওয়ে ৪ নেতা স্থান পাওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।