নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। শুক্রবার (৩১ মার্চ) নারায়ণগঞ্জ সদরের ভুইগড় বাজারের বিভিন্ন স্থানে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানমের নেতৃত্বে ও জেলা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
দুপুরে নারায়ণগঞ্জ ডিসি অফিসের জে.এম শাখা পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোবাইল কোর্ট পরিচালনাকালে বাজারে বিভিন্ন পণ্যের মূল্য তালিকা যথাযথ না থাকায় কৃষি বিপণন আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে তিনটি মামলায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। বিভিন্ন দোকানদার ও বিক্রেতাদের যথাযথ মূল্য তালিকা রাখার জন্য নির্দেশনা দেয়া হয়। এছাড়া ওজন পরিমাপক যন্ত্র এবং চালান পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পন্য বিক্রি না করার জন্য সচেতন করা হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan