A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

আড়াইহাজার থানা পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৪ জন কুখ্যাত জুয়ারীকে আটক করেছে। রোববার রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের দাসিরদিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। অভিযোগ রয়েছে, জুয়াড়ীদের ছাড়িয়ে নিতে একটি প্রভাবশালী মহল তদবির করে ব্যর্থ হয়। তাদের সোমবার দুপুরে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ এমদাদুল হক তৈয়ব জানান, দীর্ঘ দিন ধরে দাসিরদিয়া গ্রামের চকে একটি পরিত্যাক্ত দালানে আশে-পাশের লোকজন এসে জুয়ার আসর চালাচ্ছে। গোপনে খবর পেয়ে পুলিশের একাধিক টিম তাদের ঘেরাও করে ১৪ জনকে আটক করে। বাকীরা পালিয়ে যায়।

আটককৃতরা হলো জাঙ্গালিয়া উত্তর পাড়ার আঃ হান্নানের ছেলে রুহুল আমিন (২৪), দাসিরদিয়া গ্রামের আঃ রবের ছেলে শফিকুল (৩৫), একই গ্রামের মৃত মোতালিবের ছেলে রউফ মিয়া (৪০), চম্পকনগর গ্রামের শওকত আলীর ছেলে কামাল (২৮), টেঘরিয়াপাড়ার মৃত হাফিজ উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া (৪৪), বিশনন্দী গ্রামের মৃত কাসেম আলীর ছেলে ইসমাইল (৪৫),জাঙ্গালিয়া উত্তর পাড়ার মৃত মিছির আলীর ছেলে ফারুক (২৯), দাসিরদিয়ার আরশেদ আলীর ছেলে শফিকুল ইসলাম (২৮), একই গ্রামের আবুল কাশেমের ছেলে আরিফ (২৮), টেঘরিয়াপাড়ার মৃত হযরত আলীর ছেলে জাকির হোসেন (৩০), সোনারগায়েঁর সাজেলাকান্দি গ্রামের মালেকের ছেলে আমজাদ হোসেন (৩৬), দাসিরদিয়া গ্রামের মৃত জব্বরের ছেলে আতাবুর রহমান (৩০), একই গ্রামের মৃত মালেকের ছেলে ছগির আহমেদ (৩৫) ও বালিয়াপাড়া গ্রামের তোফাজ্জলের ছেলে গোলাম রাব্বী (২৫)।

আগের সংবাদ দেখুনস্প্রে গাড়ীর চাপায় বৃদ্ধ নিহত, আগুন
পরের সংবাদ দেখুনসোনারগাঁ সিটি প্রেসক্লাবের ইফতার মাহফিল