নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ জুলাই আন্দোলনে আহত এক বীরের পাশে দাড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। শুধু রুবেলই নয়, যখনই যাকেই সমস্যায় থাকতে দেখেন। তারই পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দেন মানবিক জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে রুবেলের হাতে অর্থ সহায়তার ২০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক। এসম আবেগে আপ্রুত হয়ে যান রুবেল মিয়া। তিনি বলেন, এমন একজন মানবিক জেলা প্রশাসক পেয়ে নারায়ণগঞ্জবাসী ধন্য। এসময় তিনি তার এই দু:সময়ে পাশে দাড়ানোর জন্য জেলা প্রশাসকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানাগেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে জাতীয় জুডো খেলোয়াড় রুবেল ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজপথে নামেন। এদিন চাষাড়া অভিমুখে মিছিলের সময় নারায়ণগঞ্জের হেরিটেজ স্কুলের সামনে পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন। গুলিটি তার বাম চোখ, মাথা ও শরীরে বিদ্ধ হয়। এ ঘটনার পর প্রথমে তাকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তার চোখে অস্ত্রোপচার হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিএমএইচ-এ। সেখানে তার মস্তিস্কে জটিল অস্ত্রোপচার হয়।
রুবেল আগে পূবালী ব্যাংকে মার্কেটিং বিভাগে কাজ করতেন। আহত হওয়ার পর গত ছয় মাস ধরে তিনি বেকার। অনেকবার বিভিন্ন দপ্তরে ঘুরে সাহায্যের আবেদন করলেও কেউ তার পাশে দাঁড়ায়নি।
রুবেল বলেন, এর আগে আমি তিনবার এখানে এসেও কোনো সাহায্য পাইনি। কিন্তু আজ (রোববার) যখন প্রথমবার জেলা প্রশাসকের সঙ্গে দেখা করি তিনি আমার কষ্টের কথা শুনেই ২০ হাজার টাকা অনুদান দেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। আমি খুব খুশি। এই টাকা আমার আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। তিনি আরও বলেন, ডিসি স্যার দারুণ ভালো মানুষ। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আরও বড় হন, আরও অনেক অসহায়ের পাশে দাঁড়াতে পারেন।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, জুলাই বীর রুবেলের মতো সাহসী মানুষদের পাশে দাঁড়াতে পেরে নিজের কাছে ভালো লাগছে। যাদের জন্য আজকের এই নতুন বাংলাদেশ তাদের জন্য কিছু করতে পারলে নিজের মনের মাঝে তৃপ্তি পাই। জুলাই বীরদের প্রতি সবসময়ই সহযোগীতার হাত থাকবে ইনশাল্লাহ।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan