A Top Ads

রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ এর অভিযানে জাল সার্টিফিকেট তৈরীর অপরাধে রেজাউল করিম (৩০) নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তল্লাশি করে ১৬ টি জাল সার্টিফিকেট, ১ টি সিপিউ হার্ডডিস্ক, ১ টি মনিটর, ১ টি কালার প্রিন্টার, ১ টি মাউস, ১ টি কিবোর্ড ও ৫ টি ক্যাবল উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার কোনাপাড়া ফার্মের মোড় এলাকার সায়েস্তা বেগম সুপার মার্কেটের বাবু কম্পিউটার দোকানের ভিতর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার রেজাউল ডেমরার শান্তিবাগ পাড়াডগাইর এলাকার জনৈক জামালের বাসার ভাড়াটিয়াআখতার হোসেনের ছেলে।

ডেমরা থানার ওসি শফিকুর রহমান (পিপিএম) বলেন, রেজাউল দীর্ঘদিন ধরে ওই মার্কেটে কম্পিউটারের দোকান দিয়ে জাল সার্টিফিকেট তৈরী ও বিক্রি করে আসছিলো। তাকে গ্রেফতার করে মামলা দেওয়া হয়েছে।

 

আগের সংবাদ দেখুনতেলচোর, মাদক ব্যবসায়ীদের সাথে সখ্যতার অভিযোগ ওসি তদন্তের বিরুদ্ধে
পরের সংবাদ দেখুনভূয়া র‌্যাব সদস্য গ্রেফতার