A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ,ডেমরা: রাজধানীর ডেমরায় জাল টাকা লেনদেনের সময় জনগনের হাতে আটক তিন জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। বৃহস্প্রতিবার রাতে কোনাপাড়া শাহজালাল রোড এলাকায় জনগনের সাথে জাল টাকা লেনদেনের সময় তাদের হাতেনাতে আটক করে স্থানীয়রা। এ সময় খবর পেয়ে পুলিশ আসলে তাদের কাছ থেকে ১ হাজার টাকা মূল্যের ১৭ টি জাল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- ঢাকার মিরপুর থানার ৩/৭ মিরপুর এলাকার বাসিন্দা লালমনিরহাটের পাটগ্রাম থানার সমশেরপুর গ্রামের মাহাতাব মিয়ার ছেলে ফরিদ মিয়া, যাত্রাবাড়ী থানার মুরাদপুর এলাকার বাসিন্দা পিরোজপুরের ভান্ডারিয়া থানার ভান্ডারিয়া গ্রামের সারোয়ার কবিরাজের ছেলে আরিফ কবিরাজ ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ভুইঘর এলাকার বাসিন্দা মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বড়বাড়ী গ্রামের আয়নাল হকের ছেলে রিপন। এ বিষয়ে ডেমরা থানায় মামলা রুজু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি জহিরুল ইসলাম বলেন, জাল টাকা নিজেদের হেফাজতে রেখে সাধারণ মানুষের সাথে লেনদেন করে প্রতরাণা করছিলেন আটক ওই তিনজনই জাল টাকা ব্যবসায়ী। জনগন তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

 

আগের সংবাদ দেখুনসেতু ভেঙ্গে দূর্ভোগ
পরের সংবাদ দেখুনঅপহৃত কলেজছাত্রী উদ্ধার