নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদানীনগর এলাকায় দাবিকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা স্কুলের জমির বাউন্ডারী ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের সন্ত্রাসীরা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে থানা পুলিশ। তবে ঘটনার মূল হোতা জালাল উদ্দিন ও মাহবুব হোসেন রয়েছেন ধরা ছোয়ার বাইরে। কিন্তু প্রতিপক্ষের সন্ত্রাসীরা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক আবু তাহেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। এ বিষয়ে প্রশাসনের সকল দফতরের দায়িত্বরত কর্মকর্তাবৃন্দকে সজাগ থাকার আহবান জানিয়েছেন ভূক্তভোগী।
মামলার এজহার সূত্রে জানাযায়, মাদানীনগর এলাকায় বদরুন্নেচ্ছা আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ¦ আবু তাহেরের কাছে বিশলাখ টাকা চাঁদা দাবি করেন উত্তর মাদানীনগর এলাকার বাসিন্দা শুক্কুর মিয়া(কুলি)র ছেলে জালাল উদ্দিন, মৃত: সিরাজুল হকের ছেলে আমিনুল হক বিল্লাল, মৃত: আব্দুর রশিদের ছেলে মাহবুব হোসেন। দাবিকৃত চাঁদা না পেয়ে আসামীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই বিদ্যালয়ের জমির বাউন্ডারি ভেঙ্গে ফেলে। বিষয়টি থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থল থেকে হাতেনাতে আব্দুল কাউয়ুম মিয়া, আমিনুল হক বিল্লাল ও জাহের আলীকে গ্রেফতার করে থানা পুলিশ।
বদরুনেচ্ছা আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আবু তাহের জানান, চলতি বছরের ১৯ জানুয়ারি ন্যাশনাল ব্যাংক লিমিটেড মালিবাগ শাখা হতে সিদ্ধিরগঞ্জ মৌজায় খতিয়ান নম্বার সিএস ৫৬১ এসএ ৭১৪ ও আরএস ৪৮২ দাগনং সিএস ও এসএ ১১৮, আরএস ৮১ দাগের ৭শতাংশ জমি আটষট্টি লক্ষ সত্তর হাজার টাকা নিলামে ৪৪৩ নাম্বার দলিলমূলে ক্রয় করে ভোগ দখল করে আসছি। শুক্কুর মিয়া(কুলি)র ছেলে জালাল উদ্দিন, মৃত: সিরাজুল হকের ছেলে আমিনুল হক বিল্লাল, মৃত: আব্দুর রশিদের ছেলে মাহবুব হোসেনের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী আমার কাছে বিশ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না পেয়ে আমার মালিকানাধীন জমির বাউন্ডারী ভেঙ্গে গুড়িয়ে দেয়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে এসআই জহিরুল ইসলাম ও এসআই ওয়াসিম আকরাম সরেজমিনে গিয়ে সিরাজুল হকের ছেলে আমিনুল হক বিল্লালসহ তিনজনকে আটক করেন। তবে এই বাহিনীর প্রধান সন্ত্রাসী, ভুমিসদ্যু মাদানীনগর এলাকার বাসিন্দা কুলির ছেলে জালাল উদ্দিন ও আব্দুর রশিদের ছেলে মাহবুব পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী স্বীকার করেন তারা জমির বাউন্ডারি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন ও বিশ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। তিনি বলেন, জালাল উদ্দিন এলাকায় একজন চিহিৃত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। গাড়ির টায়ার ব্যবসার অন্তরালে তিনি অবৈধভাবে মাদক ব্যবসা পরিচালনা করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এভাবে একাধিক বাড়ি ও জায়গা জমির মালিক হয়েছেন তিনি। শুধু তাই নয় হাকিয়ে বেড়াচ্ছেন দামি গাড়ি। প্রশাসনের নাগের ঢগায় এসকল অপকর্ম চালালেও বারবার কিভাবে পার পেয়ে যাচ্ছেন টায়ার জালাল এ বিষয়ে সুষ্ঠুভাবে তদন্ত করে মাদকের ডিলার জালালকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর আলম জানান, বদরুন্নেচ্ছা স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ¦ আবু তাহের বাদী হয়ে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এ মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামী জালাল উদ্দিন ও মাহবুবকেও গ্রেফতার করার চেষ্টা চলছে। জালাল উদ্দিন মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছেন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা তার বিষয়ে খোঁজখবর নিচ্ছি। মাদকের সাথে জড়িত থাকলে তাকে কোনভাবে রেহাই দেওয়া হবে না।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan