নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
ফতুল্লা থানার একটি রাজনৈতিক মামলায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম টিটুসহ বিএনপির চার নেতা জামিনে কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে বের হন টিটুসহ বিএনপির চার নেতা।
এসময় তাদের স্বাগত জানাতে জেল গেইটের সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবাই তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
বিএনপি নেতা টিটুর সাথে আরও যারা কারামুক্ত হয়েছে তারা হলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা, জেলা যুবদল নেতা সৈকত হাসান ইকবাল ও কুতুবপুর ইউনিয়নের তুষারধারা ইউনিট বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আহম্মদ আলী।
উল্লেখ্য, গত (১৬ মে) মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan