A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে উপজেলার নাগিনা জোহা সড়কের চৌধুরীবাড়ি ও আদর্শবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক গোলাম মোস্তফা। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ছয় নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি জানান, আজ সকালে আদমজী-চাষাঢ়া সড়কের আইটি স্কুলে মোড়ে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা মিছিল শেষে বাসে আগুন দেওয়ার সময় আমাদের লোকজন তাদের ধাওয়া দেয় । পরে আদর্শ বাজার এলাকা থেকে ১২ জন জামায়াত কর্মীকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে আমাদের লোকজন।

অপরদিকে নাশকতার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আরও চার জাময়াতকর্মীকে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আটক করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, নাশকতার প্রস্তুতি নেওয়ার সময় জামায়াত শিবিরের ১৬ নেতাকর্মীদের আটক করা হয়। স্থানীয় আওযামীলীগ ও এলাকাবাসীর সহযোগীতায় তাদের গ্রেফতার করা হয়।

 

আগের সংবাদ দেখুনশামীম ওসমানের নেতৃত্বে জামায়াত বিএনপির নৈরাজ্যের প্রতিরোধ আমরা ঐক্যবদ্ধ আছি: হাজী ইয়াসিন মিয়া
পরের সংবাদ দেখুনমতিউর রহমান মতির নেতৃত্বে আনন্দ মিছিল