A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বাদ মাগরিব নবীগঞ্জ টি হোসেন রোড এলাকায় জাতীয় পার্টির নেতা হাজ্বী আমির হোসেন’র উদ্যোগে তার নিজ বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের ভাইষ চেয়ারম্যান সানাউল্লাহ সানু।

বন্দর উপজেলা জাতীয় যুবসংহতির সহ—সভাপতি হাজ্বী আমির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. আফজাল হোসেন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবসংহতির আহব্বায়ক রিপন ভাওয়াল, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাপ্পু, মহানগর জাতীয় পার্টির দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম রোমান, নূর ইসলাম, বন্দর উপজেলা যুবসংহতির আহ্বায়ক ফারুক, নারাযণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সদস্য আলী আহাম্মেদ, জাতীয় পার্টির নেতা কালুন মোহম্মদ, ১৯নং ওয়ার্ড জাপা নেত্রী পলি আক্তার, মো. সিদ্দিক প্রমুখ।

পরে প্রয়াত নেতা জাতীয় পার্টির পল্লী বন্ধু হুসাইন মাহমুদ এরশাদ ও প্রয়াত নেতা নাসিম ওসমানের জন্য দোয়া কামনা করা হয়। এছাড়া নারায়ণগঞ্জ—৫ আসনের সাংসদ সেলিম ওসমান ও জাতীয় পার্টির সকল নেতাকর্মীর জন্য দোয়া কামনা করা হয়।

আগের সংবাদ দেখুননারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
পরের সংবাদ দেখুনঅনুশীলন’র নব কমিটি