
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
বন্দর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিনকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার আলাউদ্দিন বাদি হয়ে পাঁচ জনকে আসামি করে নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলার অভিযুক্তরা হলেন, রফিজ উদ্দিনের ছেলে ফিরোজ মিয়া (৫৭), মৃত সোবহানের ছেলে তাজুল ইসলাম (৪৫), মৃত আলিম মিয়ার ছেলে জালাল মিয়া (৫৭), মৃত নরুল আমিনের ছেলে এনামুল হক (৩৫) ও আব্দুল মজিদের ছেলে নজু (৪০)।
আলাউদ্দিন জানান, অভিযুক্তরা রাতের আঁধারে আমার জমিতে সাইনবোর্ড লাগিয়ে চাঁদা দাবি করে। কিছুদিন আগে অভিযুক্তরা জমিতে চাষাবাদ করতে গেলে আমি বাঁধা দেই। এর জের ধরে ঈদের দিন নামাজ শেষে বাড়ি ফেরার পথে পথরুদ্ধ করে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে, গলায় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং গলায় রুমাল দিয়ে পেচিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা চালায়।
এ সময় সন্ত্রাসী জালাল আমার পাঞ্জাবির পকেট থেকে পনেরো হাজার টাকা ও একটি স্মার্ট মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। আমার ডাক-চিৎকারে আশেপাশে লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়।