A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ জাকির খানের মুক্তির দাবিতে রোববার (০৬ অক্টোবর) দুপুরে মিছিল ও সমাবেশ করেছে জাকির খান মুক্তি পরিষদ। মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড (চানমারি) থেকে বের হয়ে নারায়ণগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা ও মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

জাকির খান মুক্তি পরিষদ’র আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর যুবদল নেতা শাহাদাৎ হোসেন, রবিউল আউয়াল প্রধান, মো: হীরা, জাকির খান মুক্তি পরিষদের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচএম হোসেন প্রমুখ।

আগের সংবাদ দেখুনকালির বাজার মাংস পট্টিতে আগুন
পরের সংবাদ দেখুনসাব্বির হত্যা মামলায় জাকির খানের বিরুদ্ধে দু’জনের সাক্ষ্যগ্রহণ