
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সোনারগাঁ ভুমি অফিস পরিচালনার দায়িত্ব নিয়েছেন ওই অফিসের কাননগো ফায়েজুল ইসলাম ফয়েজ। ভুক্তভোগীদের অফিযোগ টাকা ছাড়া কোন ফাইল নড়ে না ওই কার্যালয়ে। নির্ধারিত হারে টাকা দেওয়ার পরে ওই ফাইলে স্বাক্ষর করা হয়। ঘুষ বাণিজ্য যেন এক প্রকার রীতি হয়ে দাড়িয়েছে এখানে।
ভুক্তভোগীরা জানান, সোনারগাঁ ভুমি অফিসের কাননগো ফায়েজুল ইসলাম প্রায় তিন বছর যাবৎ একই অফিসে দায়িত্ব পালন করে আসছেন। সরকারি নিয়ম অনুযায়ী বদলী হওয়ার বিধান থাকলেও তিনি মোটা অংকের উৎকোচ দিয়ে ওই কার্য্যালয়ে বহান তবিয়তে রয়েছেন। গত এক বছর পূর্বে তিনি সার্ভেয়ার থাকা অবস্থায় বদলীর আদেশ হলেও মোটা অংকের টাকার বিনিময়ে ওই আদেশ ঠেকিয়ে তিনি রয়ে যান এই অফিসে। তারা জানান, ওই কার্যালয়ের প্রতি শতাংশ জমি খারিজ করতে গেলে দুই হাজার টাকা করে আদায় করেন তিনি। দাবিকৃত টাকা না পেলে শুরু হয় তাল বাহানা। গ্রাহকদের এক প্রকার জিম্মি করে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি। এতে উপজেলার লাখ লাখ মানুষ এক প্রকার জিম্মি হয়ে পড়েছেন তার কাছে।
আক্কাস আলী নামে এক ভুক্তভোগীরা বলেন, কাননগো ফায়েজুল ইসলাম অফিস নিয়মে প্রত্যেক ধাপে ঘুষ না দিলে ফাইল ছাড়েন না। আগে তার টাকা দিতে হয় পরে ফাইলে তিনি সাইন করেন। না হয় মাসের পর মাস ফাইল আটকিয়ে রাখেন। আমার কাছে প্রায় দুই লাখ টাকা দাবি করেন তিনি। পরে বহুকষ্টে আমি আমার জমির খারিজ করেছি।
আম্বিয়া আক্তার নামে এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আমার একটি জমি নামজারি করার জন্য এসেছিলাম। একবিঘা জমি নামজারি করতে আমাকে ফায়েজুল ইসলামকে প্রায় একলাখ টাকা দিতে হয়েছে। এই ঘুষখোর কাননগোর হাত থেকে আমরা রক্ষা চাই।
আফরোজা আক্তার নামে এক ভুক্তভোগী জানান, আমি আমার জমির নাম পরিবর্তন করতে গিয়েছিলাম। কাগজপত্র ঠিক নাই বলে আমার কাছ থেকে এক লাখ টাকা দাবি করেন কাননগো ফায়েজুল ইসলাম। দাবিকৃত টাকা না দেওয়ায় আমাকে প্রায় ছয় মাস ঘুরিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ ভুমি অফিসের কাননগো ফায়েজুল ইসলাম নারায়ণগঞ্জ ক্র্ইাম নিউজকে জানান, আমি কোন দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের সাথে জড়িত নই। সরকারি নিয়ম উপেক্ষা করে একই কর্মস্থলে কিভাবে তিন বছর চাকরী করছেন এই বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি।
নারায়নগঞ্জজেলা প্রশাসক মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।