নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
সম্প্রতি গত একমাস থেকেই বন্দর থানা যুবলীগ নামধারী খান মাসুদের দুই খলিফা আকিব হোসেন রাজু ও স্টার্ন রাজু’র মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় হামলা ও শক্তি প্রয়োগ করে পুরো বন্দর শহরকে জিম্মি করে রেখেছে খান মাসুদ।
তথ্য সূত্রে জানা যায়, গত ৩ মার্চ সোমবার সন্ধ্যায় বন্দর রুপালী আবাসিক এলাকায় আরমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে বন্দর রুপালী, আমিন ও র্যালী আবাসিক এলাকার চাঁদাবাজ ছিঁচকে সন্ত্রাসী মেরাজুল ইসলাম (২৩) ও তার সহযোগী আল আমিনকে আধিপত্য কেন্দ্র করে একদল মুখোশধারী সন্ত্রাসী অস্র হাতে এসে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে।
আহতদের নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাতেই মেরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনার মূল ইন্ধনদাতা সন্ত্রাসীদের গড ফাদার খান মাসুদ তার দুই খলিফা উভয় পক্ষ্যকে বাঁচাতে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ২১নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন আহমেদের নাম বলে ফেইসবুক সহ যোগাযোগ মাধ্যমে প্রোপ্যাগান্ডা ছড়িয়ে দেয়। এতে কিছু অনলাইন ও স্থানীয় পত্রিকায় শাহিন মিয়ার নাম প্রকাশ করলেও প্রত্যক্ষ ভাবে ঘটনাস্থানে তিনি ছিলেননা, বললেন প্রত্যক্ষদর্শীরা।
এলাকাবাসী বলেন, এদিকে গুরুতর আহত আল আমিন বন্দর বাজারে দীর্ঘদিন যাবত অটোরিকশা থেকে চাঁদাবাজি করে আসছে। সেদিন রাতে আল আমিন ও মেরাজুল জমি দখল ও রুপালী আমিন আবাসিক এলাকায় ঈদ কালেকশনের নামে চাঁদা নিয়ে আলোচনা করছিলেন। এরই মধ্যে একদল মুখোশ পরা সন্ত্রাসী এসে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে রেখে যায় এটা মূলত তাদের দলীয় কোন্দলের কারন।
এদিকে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন আহমদ এক ভিডিও বার্তায় বলেন, আমি এ ঘটনার কিছুই জানিনা। আমাকে কোন এক উদ্দেশ্যে ফাঁসাতে চাচ্ছে সন্ত্রাসীরা, আমি এক সাধারণ কাউন্সিলর আমি স্থানীয় প্রশাসন ও মাননীয় এমপি মহদয়ের কাছে বিচার চাই। আমার অফিস ও বাড়ি-ঘরে কেন ভাংচুর করলো? এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই।
তথ্যসূত্রে আরো জানা যায়. গত মাসে চুইল্যা রাজু ওরফে আকিব হোসেন রাজুর প্রধান সহযোগী রাহিম সহ কয়েকজনকে আহত করার ৫ ও ৭ নাম্বার আসামি এবং কয়েক বছর আগে রুপালী গেইটে কাইল্লার পোলা হাবিব হত্যা মামলার প্রধান আসামী মেরাজুলের বিরুদ্ধে একাধিক ছুরি, ছিনতাই, ধর্ষণ মামলা রয়েছে।
যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা হাসপাতালের বিছানায় আল আমিনের বক্তব্যে বলেন, ঘটনার মূল ইন্ধন চিনারদির আকিব হোসেন রাজু, ওরফে (চুল্যা রাজু) তার বাহিনী নিয়ে পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা করে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan