
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে। জনগণকে সবসময় ভালো রাখার রাজনীতি করে বিএনপি। বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতেই আমাদের দীর্ঘদিনের প্রয়াস। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতেই বিএনপি রাজনীতি। রবিবার সকালে ভুইঘর বাসষ্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে কতুবপুর ইউনিয়ন পরিষদের দুই ও তিন নাম্বার ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুতুবপুর ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি আলিফ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মোহাম্মাদ মাজেদুল ইসলাম, সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জিএম সাদরিল, ফতুল্লা থানা বিএনপির সভাপতি সুলতাম মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারি ভুইয়া, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি বিল্লাল হোসেন, হাসান আলী, নজরুল ইসলাম, যুগ্ন সম্পাদক এডভোকেট আক্তার খন্দকার। কুতুবপুর ইউনিয়ন পরিষদের এক নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মহমুদ পলাশসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, তারেক রহমানের নির্দেশ যেখানে জনগণ সমস্যার সম্মুখীন হবে সেখানে বিএনপির নেতাকর্মীরা গিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। জনগণের ক্ষতি বা অকল্যাণ হয় এ ধরনের কোনো কাজে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।