নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
সমাজের অবহেলিত ও হত-দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে এক সাথে কাজ করার কথা জানিয়েছেন আতিকুর রহমান ও ইয়াসেফ এম সিদ্দিক। তারাব পৌরসভার টাটকী এলাকার নোয়াব স্পিনিং মিলের অডিটোরিয়ামে এক ইফতার মাহফিলে তারা এ কথা জানান।
আতিকুর রহমান রূপগঞ্জ উপজেলার তারাব পৌরভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর। ইয়াসেফ এম সিদ্দিক বীর মুক্তিযোদ্ধা মরহুম এএফএম সিদ্দিক এম মানুর ছেলে, সিদ্দিক গ্রæপের ব্যবস্থাপক ও অমিত এক্সপ্রেস শিপিং লাইনস এর ব্যবস্থাপনা পরিচালক।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজসেবক আহমদ আলী, তারাবো পৌরসভার স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিন খান, লিটন খান, ইমরান খান, শাহিন মীর, রকি ভূইয়া, ইকবাল ভূঁইয়া সহ আরো অনেকে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan