A Top Ads

নারায়ণগঞ্জের ফতুল্লায় নায়ন নামে এক হুশিয়ারী শ্রমিককে হত্যা করেছেন ঘাতররা। শুক্রবার  রাতে থানা এলাকার মাসদাইর বোয়ালিয়া খালের ভুইয়ারবাগ রাস্তার পাশে বালু রাখার স্থানে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ছুড়িকাঘাতে নিহত ওই যুবকের নাম নয়ন শিকদার। সে হুশিয়ারী কারখানার একজন শ্রমিক। থবর পেয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া ঘটনাস্থলে ছুটে যান।

 

নিহতের পিতা জালাল সিকদার জানান, কেন কি কারণে তার ছেলেকে হত্যা করা হয়েছে তার কোনটাই জানেন না তিনি। তবে এই নির্মম হত্যাকান্ডের বিচার দাবি করেন তিনি।

 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আজম মিয়া জানান, নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আগের সংবাদ দেখুনকিশোর গ্যাং থেকে মুক্তি পেতে থানায় অভিযোগ
পরের সংবাদ দেখুনজনপ্রিয়তার শীর্ষে সোহাগ