নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
প্রবাসীর ১৭ লাখ টাকা ও আইফোন ছিনতাইয়ের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অপু চন্দ্র ঘোষ সহ তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছে আসামীরা।
গ্রেফতারকৃত তপু চন্দ্র ঘোষ সোনারগাঁয়ের ছোট অজুর্নদী এলাকার সাধব চন্দ্র ঘোষের ছেলে। তার বাকি সহযোগীরা হলো- সোনারগাঁয়ের বড়নগর এলাকার শুভংকর চন্দ্র রাজবংশীর ছেলে কৃষ্ণ চন্দ্র রাজবংশী (৩২), জাকির হোসেন মিয়ার ছেলে রোহান (২১) এবং বগুড়ার শেরপুর থানাধীন খাজা আশ্রমপাড়া এলাকার চাঁন শেখ মিয়ার ছেলে এরশাদ (২৪)।
জানা গেছে, গত ৪ এপ্রিল দুপুর পৌনে ২টায় বন্দর উপজেলার হাজী সাহেবের মোড় এলাকায় ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার ২ দিন পর প্রবাসী উজ্জল হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করেন। ১৩ মে গভীর রাতে সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর ফাঁড়ীর পুলিশ পরিদর্শক রেজাউল করিম জানান, ঘটনাস্থলের সিসি টিভি ক্যামেরা, কল রেকর্ড, সিএনজি চালকের বয়ান, তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্তসহ নানা বিষয় তদন্ত করে তাদের গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে ৬ জন জড়িত ছিল, কে কত টাকার ভাগ পেয়েছে, কার কি ভূমিকা ছিল; এর প্রমান আমাদের কাছে রয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan