A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জে একদফা দাবিতে মহাসড়ক, সংযোগ সড়ক, ঢাকা নারায়ণগঞ্জ সড়কসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা।

রোববার (৪ আগস্ট) সকাল থেকে বিভিন্ন পয়েন্ট ঘুরে সড়কগুলোতে ছাত্র-জনতার শক্ত অবস্থান দেখা গেছে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারেও অবস্থান নিয়েছে ছাত্র-জনতা।

এদিকে বিভিন্ন স্থানে অবস্থান নেওয়ার পাশাপাশি খোলা থাকা কয়েকটি শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ছাত্র-জনতা এসব প্রতিষ্ঠান বন্ধ রেখে তাদের সাথে যোগ দিতে আহ্বান জানান। এতে ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন মালিকরা।

সকাল থেকে বিভিন্ন বাসা বাড়ির মানুষদেরকেও দেখা যায়, বাড়ির নিচে ও ছাদে উঠে উৎসুকভাবে ছাত্র জনতার কার্যক্রম দেখছেন তারা।

তবে সকাল থেকে সড়ক মহাসড়কের কোথায় আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান চোখে পড়েনি।

আগের সংবাদ দেখুনডিসি অফিস এলাকায় সংঘর্ষ, গুলি
পরের সংবাদ দেখুননা.গঞ্জে রাইফেলস ক্লাব, জেলা পরিষদ ও পুলিশ বক্স ভাঙচুর