রূপগঞ্জের ভুলতা ইউনিয়ন ৮নং ওয়ার্ড ছাত্রলীগের অফিস ভাংচুৃরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে ধারালো চাপাতি, রামদা, চাইনিজ কুড়াল, ছুরি, লোহার রড, কাঠ, বাঁশের লাঠি-সোটাসহ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে জোড়পূর্বক ছাত্রলীগের অফিসে প্রবেশ করে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে সন্ত্রাসীরা।
হামলাকারীরা অফিসে থাকা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীরের ছবি মাটিতে ফেলে দেয়। এ সময় ছাত্রলীগ কর্মী ফয়সালের বড় ভাই রাসেল’কে (৩২) অফিসের পাশে পেয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্বার করে তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত রাসেল উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার মনির হোসেনের ছেলে।
এ ঘটনায় রাসেল মিয়ার পিতা মনির হোসেন বাদী হয়ে মুড়াপাড়া ইউনিয়নের মীরকুটিরছেও এলাকার শফিকুল ইসলামের ছেলে আরিফ (২৪), আব্দুল বাতেন মিয়ার ছেলে শাহাদাত হোসেন (২৫), মৃত লোকমান মিয়ার ছেলে নূরা মিয়া (২৪), সোনা মিয়ার ছেলে হাছিব (২৫), শফিকুল ইসলামের ছেলে রাকিব (২৭), বাতেন মিয়ার ছেলে মাহি (২১), ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার মামুনের ছেলে বাইজিদ (২৪), সাজ্জাত হোসেন (২২), কাদিরের ছেলে রাকিব (২০), সুরুজ মিয়ার ছেলে শফিউল্লাকে (২০) আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, অফিস ভাংচুৃরের ঘটনায় অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan