নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর আষারিয়ার চর এলাকায় আওয়ামীলীগ কার্য্যালয়ে হামলা ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের ঘটনায় থানা ছাত্রদল নেতা শহিদুল ইসলামকে গ্রেফতার করেছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
রবিবার সন্ধায় কোবাগা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শহিদুলের গ্রেফতারের খবরে এলাকায় মিষ্টি বিতরণ করেছেন স্থানীয়রা। এর আগে স্থানীয়রা তার দৃষ্টান্তমূলক বিচার চেয়ে প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন। এলাকাবাসীরা জানান, শহিদুলকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেই মূল রহস্য বেরিয়ে আসবে বলে দাবী এলাকাবাসীর।
স্থানীয়রা জানান, উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের বাসিন্দা আবুল কাসেমের ছেলে শহিদুল ইসলাম, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। এলাকায় জমি দখল, অস্ত্র, মাদক ব্যবসা, সন্ত্রাসী, চাঁদাবাজি করে এলাকায় প্রভাব বিস্তার করে দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠে। এলাকাবাসীরা তার অত্যাচারে অতিষ্ঠ হলেও তার ভয়ে মুখ খুলতে সাহস পায় না
নারায়ণগঞ্জ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা গোলাম মোস্তফা রাসেল জানান, জামপুর এলাকা থেকে শহিদুল নামে এক ব্যক্তিকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। ইতিপূর্বে তাকে আওয়ামীলীগের কার্য্যালয় ভাঙ্গচুর ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙ্গচুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।
র্যাব-১১ এর অধিনায়ক লে:কর্নেল তানভির মাহমুদ পাশা জানান, বিএনপির নাশকতার সাথে যে কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan