A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিন নাম্বার ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অসহায় শতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে মাদানী চত্বরে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের সঞ্চলনায় ও ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ-সভাপতি এসএম আসলাম, ডিএইচ বাবুল, রওশন আলী, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট মাসুদুজ্জামান মন্টু, নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টিএইচ তোফাসহ নেতৃবৃন্দ। এসময় বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বলেন, ছয় মাসেই বোঝা গেছে, আপনাদের দৌড় কতটুকু। তবুও আপনাদেরকে সম্মান করি। আমরা সব রাজনৈতিক ব্যক্তিদের ঐক্য চাই। ছাত্র-জনতার সঙ্গে রাজনৈতিক দলগুলোর ঐক্য অত্যন্ত প্রয়োজন। আশা করি, এই ঐক্যের পথে আপনারা কেউ দেয়াল তৈরি করবেন না।

আগের সংবাদ দেখুনসিদ্ধিরগঞ্জে হত্যা মামলার আসামী সাব্বিরের তান্ডব
পরের সংবাদ দেখুননারায়ণগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা