নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ আড়াইহাজার উপজেলায় শফিক ও বাবুল মিয়া হত্যার দুই মামলায় মোট ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে।
রোববার নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে দুই হত্যা মামলায় পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য গাজীর রিমান্ড আবেদন করলে দুই মামলায় ৩ দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে গত ২৫ আগস্ট রাতে ঢাকার শান্তিনগর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় গাজীকে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংগঠিত হওয়া বেশ কয়েকটি হত্যা মামলার আসামি গোলাম দস্তগীর গাজী।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan