নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ছয় জেলেকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ কার্যক্রম চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনক এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, নরসিংদীর মাধবদী এলাকার মোক্তার হোসেন, সাদ্দাম হোসেন, আসিফ মিয়া, আলী মিয়া, ছালাউদ্দিন মিয়া ও হাছান মিয়া সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ ধরেন। আসিফ মিয়া ও হাসান মিয়াকে পাঁচ হাজার করে দশ হাজার টাকা জরিমানা এবং বাকি চারজনকে দুই দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan