নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ৬ দিনপর সিরাজুল ইসলাম (৭০) নামের একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকার বালুর মাঠে মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান।
নিহত সিরাজুল ইসলাম সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, নিহত বৃদ্ধ ৬ দিন যাবত নিখোঁজ ছিলেন। আজ সকালে কান্দারগাঁও এলাকায় মেঘনা শাখা নদীর পাশের বালুর মাঠে ঝোপের ভেতর মরদেহটি পড়ে ছিল।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, এই ঘটনায় কোন মামলা হয়নি। নিখোঁজ বৃদ্ধা বাড়ি থেকে বের হওয়ার পর আর বাসায় ফিরেনি। শনিবার সকালে বাড়ির পাশ থেকে তার লাশ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan