স্বাধীনতার ইতিহাস বিকৃতির অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাবুলের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
রোববার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত মামলাটি আমলে নিয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
গত ২৬ জানুয়ারি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে মামলার আবেদন করেছিলেন বারদী ইউনিয়নের মছলুন্দপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে সানাউল্লাহ।
এ বিষয়ে মামলার বাদী বারদী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সানাউল্লাহ সানু বলেন, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল স্বাধীনতার ইতিহাস বিকৃত করে বক্তব্য দিকে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য লায়ন মাহবুবুর রহমান বাবুলের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করেছিলাম। আদালত মামলাটি গ্রহণ করে আজ ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমি সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার পাওয়ার আশাবাদী।
জানতে চাইলে মামলার আসামি বারদী ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুর রহমান ওরফে লায়ন বাবুল বলেন, এ বিষয়ে আমার জানা নেই। কেউ আমাকে কিছু বলেনি।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ইতিহাস বিকৃতির অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে বারদী ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুর রহমান ওরফে লায়ন বাবুল প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, ‘ত্রিশ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে লাল সবুজের পতাকা পেয়েছি’। পরে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এর আগেও তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেওয়ায় উপজেলা আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কার হয়েছিলেন। সেইসঙ্গে তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মামলাও করা হয়েছিল।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan