
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: আওয়ামীলীগের সমাবেশ উপলক্ষে কাঁচপুরে সভাস্থল পরিদর্শন করেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এসময় স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে জামায়াত ও বিএনপির জ্বালাও পোড়াও মামলার আসামী কাঁচপুর ইউনিয়ন পরিষদের সদস্য মনির হোসেন মনুকেও দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনার ঝড় বইছে।
কাঁচপুর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান ও সদ্য ঘোষিত উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোশারফ ওমর চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর স্থানীয় বিএনপি নেতা কাঁচপুর ইউনিয়ন পরিষদের সদস্য মনির হোসেন মনুকে দিয়ে এলাকায় জমি দখল, বিচার শালিশসহ বিভিন্ন অপকর্ম চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামীলীগের একটি অংশ।
কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগ নামক একটি ফেইসবুক আইডিতে উল্লেখ করা হয়, কাঁচপুরে মহাসমাবেশ স্থান পরিদর্শন করেন মির্জা আজম এমপি। সেখানে মোশাররফ চেয়ারম্যানের নেতৃত্বে উপস্থিত ছিলেন বিএনপির সহ সভাপতি এবং সরকার বিরোধী আন্দোলনের জ্বালাও-পোড়াও মামলার আসামী মনির হোসেন মনু। সরকার বিরোধী আন্দোলনে গাড়ী পোড়ানো মামলার আসামী এবং সরকারের বিরুদ্ধে বিষোদগারকারী মনির হোসেন মনু কিভাবে আওয়ামী লীগের অনুষ্ঠানে আসার অনুমতি বা সাহস পায় তা নিয়ে কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় নেতা কর্মীরা বলছেন বিগত সময়ে মোশাররফ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাথে কোনো প্রোগ্রামে না থাকলেও আজকে মির্জা আজমের আগমনে থানা আওয়ামী লীগের অনুষ্ঠানে নিজের ব্যানার টানিয়ে বসে থাকেন যা স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা সহজভাবে নিচ্ছেন না এবং এর তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোশারফ ওমর নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে বলেন, আমি সমাবেশস্থলে মনির হোসেন মনুকে দেখি নাই এবং তিনি বলেন, আমার আশ্রয় প্রশয়ে কোন অপকর্ম করছেন না।