নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১১ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
শনিবার সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় তাকওয়া টাওয়ার নামে একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে মাকসুদুল হাসান জনির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন ও আকাশকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, জনিসহ কয়েকজনের একটি দল নিমাইকাশারী ও আশপাশের এলাকায় চুরি-ছিনতাই করে আসছিল। ১৪ জুলাই রাত দুইটার দিকে চুরির টাকা ভাগাভাগি নিয়ে তাদের দ্বন্দ্ব। এক পর্যায়ে কয়েকজন মিলে জনিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তাকওয়া টাওয়ার নামক নির্মাণাধীন ভবনের পাশে ফেলে রাখে। এই ঘটনায় জনির পিতা শুক্কুর আলী সাতজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর আলম জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে এবং একজনকে র্যাব সদস্যরা গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan