নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করার দায়ে চাঁন মিয়া নামের এক চুনা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ৮ কোটি ৬ লাখ ৩২ হাজার ৯১১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের পাশাপাশি ২ কোটি ৭৬ লাখ ২২ হাজার ৯০১ টাকা সম্পদের তথ্য গোপনের কথা উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার দুদুকের সমন্বিত জেলা কার্যালয়ের নারায়ণগঞ্জ’র উপপরিচালক মঈনুল হাসান রওশনী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মঙ্গলবার সন্ধ্যায় বাদী নিজেই মামলা দায়েরের বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লার বাসিন্দা চাঁন মিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে সম্পদ বিবরণী প্রদানের জন্য নোটিশ জারি করা হয়। এর প্রেক্ষিতে তিনি তার নিজ নামীয় যাবতীয় স্থাবর, অস্থাবর সম্পদ ও দায়-দেনার বিবরণসহ সম্পদ বিবরণী ২০২২ সালের ৭ জুন দুদকে দাখিল করেন। এতে তিনি মোট ১৩ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৯৭৬ টাকার সম্পদ প্রদর্শন করেন। কিš‘ দুদক চাঁন মিয়ার সকল রেকর্ডপত্র ও আয়কর নথি পর্যালোচনা করে তার মোট ১৬ কোটি ৪০ লাখ ৩৩ হাজার ৮৭৭ টাকার সম্পদ থাকার তথ্য পায়। ফলে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মো. চাঁন মিয়া ২ কোটি ৭৬ লাখ ২২ হাজার ৯০১ টাকা টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন বলে স্পষ্ট হয়। এছাড়া সম্পদ বিবরণী অনুসন্ধানকালে আসামি মো. চাঁন মিয়ার পারিবারিক ও অন্যান্য ব্যয় ও ঋণ পরিশোধ পাওয়া যায় ৯ কোটি ১১ লাখ ৮৩ হাজার ৪৫ টাকা।
সুতরাং তার মোট সম্পদের মূল্য দাঁড়ায় ২৫ কোটি ৫২ লাখ ১৬ হাজার ৯২২ টাকা। কিš‘ তার মোট প্রদর্শিত ও প্রাপ্ত গ্রহণযোগ্য আয়ের পরিমাণ পাওয়া যায় ১৭ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার ১১ টাকা। ফলে সম্পদ বিবরণী যাচাইকালে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের পরিমাণ পাওয়া যায় ৮ কোটি ৬ লাখ ৩২ হাজার ৯১১ টাকা। তদন্তলে চাঁন মিয়ার আরো কোনো সম্পদের খোঁজ পাওয়া গেলে সেটিও আমলে নেওয়া হবে।
এ বিষয়ে ব্যবসায়ী চাঁন মিয়া বলেন, আমি দুদুকে দাখিলকৃত সম্পদের মধ্যে কোন সম্পদ গোপন করিনি। গোপন করার মতো কোন সম্পদ আমি দেখছি না। আমার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছি কিনা তাও আমি জানিনা। যদি মামলা হয়ে থাকে তবে আমি আইনী লড়াই করবো।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan