বন্দরে ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক সম্রাট সাজ্জাদ হোসেন রাজুসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বন্দর থানার ত্রীবেনী ব্রীজের সামনে থেকে ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।
ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক নাহিদ মাছুম বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারিকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে। যার মামলা নং- ১৪(২)২৩।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকার আমির হোসেন মিয়ার ছেলে একাধিক মাদক মামলার আসামী ও চিহিৃত মাদক সম্রাট সাজ্জাদ হোসেন রাজু ও একই এলাকার মানিক মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী ফয়সাল।
গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীকে রোববার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাজ্জাদ হোসেন ওরফে রাজু ও তার সহযোগী ফয়সাল দীর্ঘ দিন ধরে বন্দর থানার দড়ি-সোনাকান্দা, মাহমুদনগর, বেপারীপাড়াসহ এর আশে পাশে এলাকায় গুলোতে অবাধে ইয়াবা ব্যবসা করে আসছে। গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেন রাজু বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan