নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় চালকদের মারধর করে টাকা পয়শা লুটপাটসহ বিভিন্ন অভিযোগে রবিবার সকালে শিমড়াইল এলাকায় মানববন্ধন করেছেন পরিবহন চালক ও মালিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া এলাকার চিহিৃত সন্ত্রাসী, চাঁদাবাজ দেলোয়ার ওরফে ডাকাত দেলোয়ার, বাবু মিয়া, রুবেল মিয়া, আরিফ হোসেন, উজ্জল মিয়া, রায়হান মিয়া ও বাপ্পি মিয়াসহ একটি সিন্ডিকেট বিভিন্ন পরিবহন থেকে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে। দাবিকৃত চাঁদা না পেয়ে তারা চালকদের মারধরসহ তাদের কাছে থাকা টাকা পয়শা মোবাইল ফোন লুট করে নিয়ে যাচ্ছে।
গাড়ি চালক বিজয় হোসেন জানান, এই চাদাবাজ চক্র মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা থেকে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা জোড়পূর্বক নিয়ে যায়। বিবেক হোসেন নামে এক চালক জানান, এই চাঁদাবাজরা আমাকে পরপর তিনবার মারধর করে ছয় হাজার টাকা ছিনিয়ে নেয়। হাবিবুর রহমান নামে এক চালক জানান, আমাকেও একই ভাবে মারধর করে আমার কাছ থেকে সাড়ে ছয় হাজার টাকা ছিনিয়ে নেয় চাঁদাবাজচক্র।
জাকির হোসেন নামে এক চালক জানান, আমার গাড়ি তিন ঘন্টা আটকে রেখে প্রায় আড়াই হাজার টাকা জোড়পূর্বক নিয়ে যায় আমার কাছ থেকে। আবুল হোসেন নামে এক চালক জানান, দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে আমার উপর হামলা চালিয়ে প্রায় সাড়ে তিন হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা। ইকবাল হোসে নামে এক চালক জানান, আমি চাঁদাবাজদের দাবিকৃত চাঁদাদিতে রাজি দিতে না হওয়ায় আামকে মারধর করে পিটিয়ে আহত করে। আমার সাথে থাকা দুই হাজার তিনশ টাকা ছিনিয়ে নিয়ে আমাকে আহত করেন তারা। তিনি বলেন, প্রতিদিন কোন না কোন চালককে মারধর করে তাদের কাছে থাকা টাকা মোবাইল ফোনসহ সকল কিছু ছিনিয়ে নেয় এই চক্রটি।
একজন পরিবহন মালিক জানান, মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এই চাঁদাবাজচক্র যেভাবে চালকদের জিম্মি করে তাদের কাছে থাকা টাকা পয়সা মোবাইল ফোন ছিনিয়ে নিচ্ছে। এতে করে কোনভাবেই এই পরিবহন ব্যবসা টিকিয়ে রাখা যাবে না। খুব শিগ্রই তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ বিষয়ে জানতে চাইলে নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, চাঁদাবাজির বিষয়ে আমরা খুব শিগ্রই অভিযান পরিচালনা করব। চাঁদাবাজরা যতই শক্তিশালী হউক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan