আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাত পা বাঁধা রুবেল (৪০) নামের এক অটো চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম ইউনিয়নের কপালিয়ারটেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের বাড়ী নরসিংদী সদর উপজেলার বাটপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত জামাল উদ্দিন।
নিহত রুবেল অটো চালিয়ে জীবিকা নির্বাহ করতো।
নিহত রুবেল সাতগ্রাম ইউনিয়নের বাহাদুর পুর গ্রামে শ্বশুর ইদ্রিস আলীর বাড়ীর পাশে জমি কিনে বসবাস করতো।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ এমদাদুল ইসলাম তৈয়ব জানান স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে মহাসড়কের পাশে কপালিয়ারটেক ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের হাত-পা বাঁধা অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, অটো চালকে হত্যা করে অটো নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan