বন্দরে ছিনতাইয়ের প্রস্তুতি কালে ধারালো অস্ত্রসহ ৪ ছিনতাইকারিকে গ্রেপ্তার কজরা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের তৈরি সুইচ গিয়ার, একটি লোহার বাট যুক্ত স্টিলের তৈরি সুইচ গিয়ার, একটি প্লাষ্টিকের বাটযুক্ত চাকু ও একটি লোহার তৈরি পাইপ জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ছিনতাইকারিরা হলো বন্দর স্বল্পের চক এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে আরিফ বন্দর কবরস্থান রোড চিতাশাল এলাকার সেলিম মিয়ার ছেলে নাজমুল হাসান বন্দর উপজেলার দক্ষিন ঘারমোড়া এলাকার হাজী ইসমাইল মিয়ার ছেলে ইয়াছিন ও বাগের হাট জেলার ফকিরহাট থানার কুলিয়া দাইর এলাকার পাইছো খানের ছেলে ও বর্তমানে বন্দর রুপালী আবাসিক এলাকার মুক্তিযোদ্ধা গল্লী এরঅকার ভাড়াটিয়া শুক্কুর।
বন্দর কবরস্থান রোডস্থ জনৈক সোহান মিয়ার বাড়ি পাঁকা রাস্তার উপর থেকে ওই অস্ত্রসস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার র্যাব-১১।
এ ব্যাপারে র্যাব-১১ উপ-পরিদর্শক শ্রী বিকাশ চন্দ্র দাস বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৪ ছিনতাইকারি বিরুদ্ধে ব আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে বন্দর থানায় দ্রুত বিচার আইনে এ মামলা রুজু করেন। যার মামলা নং- ১৩(২)২৩ ধারা- ৪(১)৫ আইন –শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন ২০১৯।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan