নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাচাতো ভাইয়ের হামলায় কামাল হোসেন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এঘটনায় সোমবার নিহতের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে সায়েম মিয়া ও তার স্ত্রী সাথী বেগমকে আসামি করে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছেন। খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নয়নাবাদ গ্রামের কামাল ও একই এলাকার বাসিন্দা তার চাচাতো ভাই মৃত আতাবুরের ছেলে সায়েমের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।
এ নিয়ে দুজনের মধ্যে কাথা কাটাকাটি ও এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। পরে কামালের উপর হামলা চালায় তার চাচোতো ভাই সায়েম মিয়া। পরে আহত কামালকে উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার অফিসার্স ইনচার্জ এমদাদুল হক তৈয়ব জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan