A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ দাবিকৃত চাঁদা না পেয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় একটি ডেভেলপার কোম্পানীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজরা। বুধবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় এ মানববন্ধন করা হয়। শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ওই চাঁদাবাজদের বিরুদ্ধে কোম্পানীর প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় সাজু ডেভেলপার কোম্পানী লিমিটেডের মালিকানাধীন জমি ভোগ দখল করে আসছেন। ওই এলাকার চিহিৃত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী দ্বীন ইসলাম, আল ইসলাম, ইমরান হোসেন, আনোয়ারা বেগম, আলী হোসেনসহ একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ ত্রিশ লাখ টাকা চাঁদা দাবি করেন।

দাবিকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই কোম্পানীর চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এসময় ওই কোম্পানীর বিভিন্ন স্থাপনা ভেঙ্গে ফেলে ও মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। এসময় কেয়ারটেকার আবুল বাসারকে পিটিয়ে আহত করেন তারা। অভিযোগে আরো উল্লেখ করা হয় ২০২৪ সালের ১৭ আগষ্ট উল্লেখিত সন্ত্রাসীরা চাঁদার দাবিতে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

এলাকাবাসীরা জানায়, দ্বীন ইসলাম, আল ইসলাম, ইমরান, আনোয়ারা বেগম, আলী হোসেন এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সানারপাড় এলাকার বাসিন্দা ঈমান আলী জানান, দ্বীন ইসলাম, আল ইসলাম, আনোয়ারা বেগম ও আলী হোসেন এলাকায় চিহিৃত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। এই চক্রটি সাজু ডেভেলপারস এর মালিক শাহজাহান সাজুর কাছ থেকে বিভিন্ন সময়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সম্প্রতি তার কাছে চাঁদা চেয়ে না পেয়ে তাকে হয়রানি করার জন্য তার বিরুদ্ধে মানববন্ধন করেছে।

একই এলাকার মঙ্গল কসাই জানান, এলাকার কতিপয় মাদক ব্যবসায়ী কোম্পানীর রাস্তা বন্ধ করে দেয়। এর আগেও তারা বিভিন্ন সময় চাঁদার দাবি করেন। চাঁদা না দিলেই তারা জমিতে বাস দিয়ে বেড়া দিয়ে দেন। চাঁদা পেয়ে গেলে আবার আগের মতোই হয় যায় জমি। এমনিভাবে এই মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজরা দিনের পর দিন ব্যবসায়ীকে হুমকি দিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের চাঁদা আদায় করে আসছেন। দাবিকৃত চাঁদা না পেলেই জমিতে বাস দিয়ে রাস্তা বন্ধ করে দেন।

আকবর হোসেন জানান, সানারপাড় এলাকায় বিডিডিএল কোম্পানীর কাছ থেকে জায়গাটি ক্রয় করে ব্যবসা পরিচালনা করে আসছেন সাজু ডেভেলপার এর মালিক শাহজাহান সাজু। ওই এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ীরা বারবার চাঁদা আদায় করছেন শাহজাহান সাজুর কাছ থেকে। সম্প্রতি তাদের দাবিকৃত চাঁদা না পেয়ে মানুষ চলাচলের রাস্তার বন্ধ করে দেয়। ওই জায়গায় মধ্যে গড়ে উঠা সীমানাপ্রাচির ভেঙ্গে গুড়িয়ে দেয় তারা। এ বিষয়ে প্রশাসন ওই সকল চিহিৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার দাবি জানান তিনি।

সাজু ডেভেলপারের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজু জানান, আমি বিডিডিএল কোম্পানীর কাছ থেকে জায়গাটি ক্রয় করে ব্যবসা পরিচালনা করে আসছি। এসকল সন্ত্রাসীরা বারবার আমার কাছে মোটা অংকের চাঁদাদাবি করে আসছে। দাবিকৃত চাঁদা না পেয়ে আমাদের মালিকানাধীন জমির রাস্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন দফতরে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিলো। অবিলম্বে এসকল চিহিৃত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক দাবি জানান তিনি।

তিনি বলেন, আমার কোম্পানীর সাজু ডেভেলপারস এর সুনাম ক্ষুন্ন করার জন্য ওই সকল চিহিৃত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজরা আমার বিরুদ্ধে মানববন্ধনসহ মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শাহিনুর আলম জানান, সাজু ডেভেলপার কোম্পানীর কাছে চাঁদা দাবির বিষয়ে ওই কোম্পানীর কর্মকর্তা রাশেদুল ইসলাম বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আগের সংবাদ দেখুনচাঁদার দাবিতে প্রাণ নাশের হুমকি
পরের সংবাদ দেখুনচাঁদার দাবিতে ব্যবসায়ীকে প্রাণ নাশের হুমকি