নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে একটি ডেভেলপার কোম্পানীল কেয়ারটেকারকে পিটিয়ে আহত করেছেন এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজরা। দাবিকৃত চাঁদা না পেয়ে ওই কোম্পানীর কর্মকর্তা, কর্মচারীদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে তারা। এ বিষয়ে বুধবার দুপুরে থানায় রাশেদুল ইসলাম বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় সাজু ডেভেলপার কোম্পানী লিমিটেডের মালিকানাধীন জমি ভোগ দখল করে আসছেন। ওই এলাকার চিহিৃত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী দ্বীন ইসলাম, আল ইসলাম, ইমরান হোসেন, আনোয়ারা বেগম, আলী হোসেনসহ একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ ত্রিশ লাখ টাকা চাঁদা দাবি করেন।
দাবিকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই কোম্পানীর চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এসময় ওই কোম্পানীর বিভিন্ন স্থাপনা ভেঙ্গে ফেলে ও মূল্যবান নিউজপত্র নিয়ে যায়। এসময় কেয়ারটেকার আবুল বাসারকে পিটিয়ে আহত করেন তারা। অভিযোগে আরো উল্লেখ করা হয় ২০২৪ সালের ১৭ আগষ্ট উল্লেখিত সন্ত্রাসীরা চাঁদার দাবিতে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
এলাকাবাসীরা জানায়, দ্বীন ইসলাম, আল ইসলাম, ইমরান, আনোয়ারা বেগম, আলী হোসেন এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সাজু ডেভেলপারের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজু সাংবাদিকদের জানান, আমি বিডিডিএল কোম্পানীর কাছ থেকে জায়গাটি ক্রয় করে ব্যবসা পরিচালনা করে আসছি। এসকল সন্ত্রাসীরা বারবার আমার কাছে মোটা অংকের চাঁদাদাবি করে আসছে। দাবিকৃত চাঁদা না পেয়ে আমাদের মালিকানাধীন জমির রাস্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন দফতরে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিলো। অবিলম্বে এসকল চিহিৃত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক দাবি জানান তিনি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, সাজু ডেভেলপার কোম্পানীর কাছে চাঁদা দাবির বিষয়ে ওই কোম্পানীর এক কর্মকর্তা বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহন করার জন্য থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan