
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের খানকা মসজিদের সামনে থেকে বিভিন্ন বাসের চালকদের ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় এক চাঁদাবাজকে গ্রেফতার করেছেন হাইওয়ে পুলিশ। চাঁদাবাজরা হলেন, মোহাম্মদ মাসুদ রানা (২৬) পিতাঃ মেহেদী হাসান লিটন। এ সময় তার কাছে চাঁদাবাজির ৭২৩৪ টাকা উদ্ধার করা হয়।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শরফুদ্দিন আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে চাঁদাবাজির টাকাও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করে এই চাঁদাবাজের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয় ।