ফতুল্লায় চকলেটের প্রলোভনে ঘরে ডেকে নিয়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিশুর মা থানায় অভিযোগ দিলে পুলিশ কাশিপুর ফরাজিকান্দা এলাকা থেকে অভিযুক্ত রেজাউল করিম (৪২)’কে গ্রেফতার করে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে আটটায় ফতুল্লার কাশিপুর এলাকায় ধর্ষণের ঘটানাটি ঘটে।
গ্রেফতারকৃত রেজাউল করিম ফতুল্লা মডেল থানাধীন কাশিপুর ফরাজিকান্দা এলাকার ইকবাল মিয়ার ভাড়াটিয়া তারা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বাদী এবং গ্রেফতারকৃত রেজাউল করিম একই বাসায় পাশাপাশি রুমে ভাড়ায় বসবাস করে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চকলেট দেওয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে বাদীর শিশু মেয়েকে ধর্ষণ করে।
রান্না শেষে নিজ রুমে এসে বাদী তার মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে শিশু মেয়ের স্যান্ডেল রেজাউল করিমের দরজার বাইরে দেখতে পায়। তখন ভেতর থেকে দরজা বন্ধ ছিলো। এতে করে বাদী দরজায় ধাক্কা দিলে রেজাউল করিম তার ঘরের দরজা খুলে দিলে শিশুটি বের হয়ে কান্না করতে থাকে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব জানায়, গ্রেফতারকৃত রেজাউল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan