রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন ব্যাপক সমালোচিত বজলুর রহমান বজলু ওরফে ডন বজলু। বজলুকে র্যাবের ওপর হামলার ঘটনায় চলতি বছরের প্রথম দিকে গ্রেফতার করা হয়েছিল। পরে কারাগারে থাকাকালীন বজলু অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৩১ মার্চ বজলু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বজলু মারা যাওয়ায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য পদটি শূন্য হয়। আর এ কারণে এই ওয়ার্ডের উপ-নির্বাচনের জন্য তফশিল ঘোষণা করা হয়। বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার তাজালি ইসলাম এ তফশিল ঘোষণা করেন।
উপজেলা নির্বাচন অফিসার তাজালি ইসলাম বলেন, আগামী ১২ জুন কায়েতপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য পদে অনুষ্ঠিত হবে এ উপ-নির্বাচন। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৭ মে, ১৮ মে মনোনয়নপত্র বাছাই, ২৭ মে প্রার্থিতা প্রত্যাহার। আগামী ১২ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan